বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে মঙ্গলবার প্রথম ম্যাচে দুপুর ১টায় খুলনা টাইটানসের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহী কিংসের মুখোমখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ দু’টিই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৫ ম্যাচের ৪টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তারকাসমৃদ্ধ দল নিয়ে এ ম্যাচেও প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তারের পরিকল্পনা ডায়নামাইটসদের। তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস ৪ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে। তারকাবহুল না হলেও কার্যকর খেলোয়াড়দের নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার পরিকল্পনা টাইটানসদের।
বিপিএলের এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসকে বধ করে জয়ের কক্ষপথে ফেরার আশা মাশরাফি বিন মুর্তজার। সবশেষ দু’ম্যাচ হারা ড্যারেন স্যামির রাজশাহী কিংসও চায় জয়ের ধারায় ফিরতে।