খুলনা টাইটানসের প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। দুটি ম্যাচে তো খুলনা হারতে হারতে জিতে গিয়েছিল অধিনায়কের দুর্দান্ত বোলিংয়ে। আজ বরিশাল বুলসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ব্যাট হাতে ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন মাহমুদউল্লাহ। জয়ের জন্য বরিশালের সামনে ১৫২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে খুলনা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। প্রথম পাঁচ ওভারের মধ্যে মাত্র ২৪ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও হাসানুজ্জামান। তবে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও রিকি ওয়েসেলস। ১১তম ওভারের শেষ বলে মাহমুদউল্লাহ আউট হয়েছেন ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে। ২৯ বলে ৪০ রান করেছেন ওয়েসেলস। শেষপর্যায়ে আরিফুল হকের ২৬ রানের ছোট ইনিংসটিতে ভর করে খুলনার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫১ রান।
বরিশালের পক্ষে দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম। চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রুম্মান রইস ও রায়াদ এমরিট।
বরিশালের বিপক্ষে আজকের ম্যাচটা জিতলেই বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারবে মাহমুদউল্লাহর খুলনা। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন আছে তৃতীয় স্থানে।