ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কলাকুশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে এ জন্য বিদ্যমান আইনের খানিকটা পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রচার সাংবাদিকতার অগ্রগতি ও উন্নয়ন : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
টেলিভিশন মিডিয়াকে একটি কাঠামোর ভেতরে আনতে ২০১৭ সালের শুরুতেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে সরকারের সঙ্গে গণমাধ্যমকেও আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।