বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মুখপাত্র দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি ছাড়াও এবার মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির চারজন নেতা।
মুখপাত্র হিসেবে নতুন দায়িত্ব পাওয়া চার নেতা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
নাম প্রকাশ না করার শর্তে দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানিয়েছেন, প্রধান মুখপাত্র হিসেবে ওবায়দুল কাদেরই দায়িত্ব পালন করবেন। তবে বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে এই চার মুখপাত্রও কথা বলবেন।
মূলত সব বিষয়ে ওবায়দুল কাদেরের কথা বলা সব সময় সম্ভব না হয়ে ওঠায় আরো কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। দলের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই পদের জন্য ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক। এ পদে অন্য কোনো নাম না আসায় নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় ওবায়দুল কাদেরের নাম।