নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে জটিলতা নিরসনে সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের সঙ্গে আলোচনায় বসছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানালেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
সোমবার সন্ধ্যায় সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে তাদের বৈঠক হবে। রোববার আলোচনার জন্য নারায়ণগঞ্জের এ দু’নেতাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্র।
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় শামীম ও আইভীসহ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণবভনে সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক হবে।
নির্বাচনে দলের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর রোববার সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা নির্বাচন অফিস থেকে তার মনোনয়ন সংগ্রহ করা হয়।
রিটার্নিং অফিসার নূরুজ্জামান তালুকদার রোববার জানান, সেলিনা হায়াৎ আইভী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌসসহ ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া ২৭টি ওয়ার্ডের ৯৬টি কাউন্সিলর ও ১৮টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন।