নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের জন্য তাঁর সঙ্গে দেখা করতে চায় বিএনপি। এ জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সময়ও চেয়েছে দলটি।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছ থেকে একটা সময় চেয়েছি। গতকালই আমরা সময় চেয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সময় পাইনি। আমরা আশা করছি, আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমাদের এই প্রস্তাব তাঁর কাছে উপস্থাপন করার জন্য বা তাঁকে দেওয়ার জন্য আমাদের তিনি সুযোগ করে দেবেন। সেই অপেক্ষায় আমরা আছি।’
গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে সব দলের সম্মতিতে বাছাই কমিটি গঠন এবং পরে সেই কমিটির মাধ্যমে রাজনৈতিক দল প্রস্তাবিত নাম দিয়ে কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। প্রস্তাব অনুযায়ী ওই কমিশনের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। এই প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, যেহেতু প্রস্তাবে কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার আহ্বান করার কথা বলা হয়েছে, তাই রাষ্ট্রপতির কাছেই প্রস্তাব পাঠাবেন তাঁরা।
সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। এ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও এ প্রস্তাবনা পাঠাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি তাঁর যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক; তিনি কোনো দলভুক্ত মানুষ নন। তাঁর দায়িত্ব আমরা মনে করি, তিনি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমাদের দেশনেত্রীর প্রস্তাবটি তিনি উপস্থাপন করবেন এবং এর সম্পর্কে আলাপ-আলোচনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’