নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়ার প্রস্তাবের জবাব দিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
২০১৯ সালে অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায়, কেমন হওয়া উচিত, তা নিয়ে ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রস্তাবের বিষয়ে তথ্যমন্ত্রী ইনু বলেন, খালেদা জিয়ার প্রস্তাব অসাংবিধানিক, অস্বাভাবিক। এ প্রস্তাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবে। খালেদা জিয়া এ প্রস্তাবের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে চান। তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান।
ইনু আরো বলেন, খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে এখন নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন। এসব প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। যা কিছু হবে, সংবিধান অনুযায়ী হবে। সংবিধানেই সবকিছু স্পষ্ট করে বলা আছে, কীভাবে নির্বাচন কমিশন গঠন হবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনও হবে।