টানা পাঁচটি ম্যাচে হারের পর বিপিএলের গত ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছিল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই একটি জয়ই যেন বদলে দিয়েছে গতবারের শিরোপাজয়ীদের। আজ তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন কুমিল্লার খেলোয়াড়েরা। খালিদ লতিফ, ইমরুল কায়েস, আহমেদ শেহজাদের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার স্কোরবোর্ডে জমা হয়েছে ১৮৩ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চিটাগংয়ের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন কুমিল্লার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও খালিদ লতিফ। পঞ্চম ওভারে শান্তকে আউট করতে পারলেও স্বস্তি পাননি তামিমরা। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন লতিফ ও ইমরুল কায়েস। ১৩তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন ইমরুল। সাজঘরে ফেরার আগে খেলেছেন ২৬ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস। তৃতীয় উইকেটে আবার ৪১ বলে ৭০ রানের ঝড়ো জুটি গড়ে চিটাগংয়ের বোলারদের হতাশ করেছেন লতিফ ও আহমেদ শেহজাদ। ১৯তম ওভারে লতিফও হয়েছেন রানআউটের শিকার। তবে তার আগে তিনি খেলেছেন ৫৩ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস। মেরেছেন ছয়টি চার ও পাঁচটি ছয়। শেহজাদ শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে।
কুমিল্লার ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ের সামনে নাকাল হতে হয়েছে চিটাগংয়ের প্রায় সব বোলারকেই। ভালো বোলিং করে নজর কেড়েছেন শুধু পাকিস্তানের ইমরান খান। চার ওভার বল করে দিয়েছেন মাত্র ২১ রান। তাসকিন আহমেদ একটি উইকেট পেয়েছেন ৪৪ রান খরচে।