নিউজ ডেস্ক: কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে চিলি।
এক বছর আগে সান্তিয়াগোর ম্যাচটাই ফিরে আসছে নিউ জার্সিতে। আগামী রোববার শিরোপার জন্য লড়বে এ দু’দল।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে দ্বিতীয় মেসিফাইনালে চিলি ২-০ গোলে কলম্বিয়াকে হারায়। খেলার প্রথমার্ধেই তারা গোল দুটি আদায় করে নেয়।
খেলার ৭ মিনিটে লেভাকুসেনের মিডফিল্ডার চার্রস মারিনো দলকে এগিয়ে দেন। চার মিনিট বাদেই হোসে পেদ্রো ব্যবধান ২-০ করে ফেলেন।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বিরতিতে যায় অ্যালেক্সিচ সানচেজের চিলি। এরপর নামে বৃষ্টি। দীর্ঘ সময় পরে খেলা শুরু হলে ৫৭ মিনিটে কার্লোস আলবার্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে কলম্বিয়া পরিণত হয় ১০ জনের দলে।
এই ধাক্কা তার আর কাটিয়ে উঠতে পারেনি রিয়াল তারকা হামেস রদ্রিগেজের কলম্বিয়া। চিলিও বাকি সময়ে কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিজ্জির শিষ্যরা। রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে মেসির আর্জেন্টিনা।