সংবিধান এবং সার্বভোমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাইরের যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের উদ্বোধন অনুষ্ঠানে সরকারপ্রধান এ কথা বলেন।
জালালাবাদ সেনানিবাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
প্রধানমন্ত্রী সেখানে নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডসহ নয়টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। এ সময় সম্মিলিত প্যারেড প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়।
প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করে প্যারেড পরিদর্শন করেন। এর আগে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি বেলা ১১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেন।