গুলশানে বাড়ির মালিকানা সম্পর্কে প্রধানমন্ত্রীকে ‘সঠিক তথ্য’ দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।মামলায় হেরে মওদুদ আহমদ কীভাবে ওই বাড়িতে থাকেন- একনেকের সভায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বুধবার এক সংবাদ সম্মেলন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার সম্পর্কে বলেছেন, সে জন্য আমি ধন্য মনে করছি। কিন্তু প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তাকে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে।’
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাবেক এই আইনমন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যমের প্রতিবেদন উদ্বৃতি করে মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী হয়তো জানেন না, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে- এই বাড়ি সরকারের নয়। বাড়িটি একজন বিদেশির। তাদের সঙ্গে বোঝাপড়া হবে। সরকারের এখানে কিছুই করার নেই।’
গত ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে গুলশানের এই বাড়ির নামজারি ও ডিক্রি জারি বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বাড়িতে মওদুদ আহমদ দীর্ঘদিন বসবাস করছেন।