কুড়িগ্রাম শহরের এক ছাত্রাবাস থেকে মো. কাজল মিয়া (২২) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের কৃষ্ণপুর কলেজপাড়া এলাকার রোকন ছাত্রাবাস থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন কাজল মিয়া। আজ দুপুর পর্যন্ত তাঁর কক্ষের দরজা বন্ধ দেখে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছোবহান জানায়, তাঁর নিজের ঘরে বিছানা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঘরে একাই ছিলেন। মুখ ও নাক দিয়ে ফেনা বের হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কাজল মিয়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।