নগরঘাটায় পোড়ার বাজার কমিটির উদ্যোগে ১৬ দলীয় নক-আউট মরহুম তোফাজ্জেল
হোসেন তাজেল স্মৃতি গাদন খেলা টুর্নামেন্ট-২০১৬ফাইনাল খেলাটি গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায়
নগরঘাটা গাদন একাদশ দল এবং এগারাণী গাদন একাদশ দলের মধ্যকার খেলাটি অনুষ্টিত হয় । টানটান উত্তেজনা
পূর্ণ ফাইনাল খেলায় নগরঘাটা গাদন একাদশ দল এগারানী গাদন একাদশ দলকে ১-০ ঘরে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার
গৌরব অর্জন করেন। খেলা চলাকালিন সময়ে উভয় দলের মধ্যে কোন ঘর না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফাইনাল
খেলাটি নিঃপত্তি করা হয়। ¡ উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে
পুরুষ্কার তুলেদেন তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাঃ মুস্তফা লুৎফুল্লাহ এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মহিবুল ইসলাম নগরঘাটা পোড়ার বাজার কমিটির সভাপতি এবং নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের
প্রধান শিক্ষক মোঃ সাইদুল আলম প্রমুখ।খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। খেলাটি
পরিচালনা করেন ফজর আলী মেম্বর।