শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

জেলা পরিষদে আ. লীগের সমর্থন পেলেন যাঁরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থন চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টানা দ্বিতীয় দিনের বৈঠক শেষে আওয়ামী লীগ যাঁদের সমর্থন দিয়েছে, তাঁদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিভাগের ঢাকা জেলায় সমর্থন পেয়েছেন মাহবুবুর রহমান, গাজীপুরে আখতারুজ্জামান, ফরিদপুরে লোকমান হোসেন মৃধা, গোপালগঞ্জে চৌধুরী এমদাদুল হক, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মাদারীপুরে মিয়াজউদ্দিন খান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দিন, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, নরসিংদীতে অ্যাডভোকেট আসাদোজ্জামান, রাজবাড়ীতে ফকির আব্দুল জব্বার, শরীয়তপুরে ছাবেদুর রহমান ও টাঙ্গাইল জেলায় ফজলুর রহমান খান ফারুক।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় সমর্থন পেয়েছেন মাহবুব জামান ভুলু, পাবনায় রেজাউল রহিম লাল, সিরাজগঞ্জে আবদুল লতিফ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জে মো. মইনুদ্দিন মণ্ডল, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, নাটোরে সাজেদুর রহমান খান, জয়পুরহাটে আরিফুর রহমান ও বগুড়ায় মকবুল হোসেন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় সমর্থন পেয়েছেন আবদুস সালাম, ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ এ কে এম এমদাদুল বারী, চাঁদপুরে আবু ওসমান চৌধুরী, লক্ষ্মীপুরে শামসুল ইসলাম, কুমিল্লায় আবু তাহের, কক্সবাজারে  মোস্তাক আহমেদ চৌধুরী, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী ও নোয়াখালী জেলায় ডা. এ বি এম জাফর উল্লাহ।

খুলনা বিভাগের খুলনা জেলায় সমর্থন পেয়েছেন শেখ হারুন অর রশীদ, যশোরে শাহ হাদিউজ্জামান, নড়াইলে সৈয়দ আইয়ুব আলী, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মনজু, কুষ্টিয়ায় হাজী রবিউল ইসলাম, ঝিনাইদহে কনক কান্তি দাস, মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু, মেহেরপুরে অ্যাডভোকেট মো. মিয়াজান আলী ও সাতক্ষীরা জেলায় মুনসুর আহমেদ।

রংপুর বিভাগের রংপুর জেলায় সমর্থন পেয়েছেন ছাফিয়া খানম, দিনাজপুরে আজিজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রামে জাফর আলী, লালমনিরহাটে মতিয়ার রহমান, নীলফামারীতে মমতাজুল হক, গাইবান্ধায় সৈয়দ শামসুল আলম, পঞ্চগড়ে আবু বকর ছিদ্দিক ও ঠাকুরগাঁও জেলায় মুহাম্মদ সাদেক কোরাইশী।

সিলেট বিভাগের সিলেট জেলায় সমর্থন পেয়েছেন লুৎফর রহমান, মৌলভীবাজারে আজিজুর রহমান, হবিগঞ্জে ডা. মুশফিক হুসেন চৌধুরী ও সুনামগঞ্জে এনামুল কবীর ইমন।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় সমর্থন পেয়েছেন খান আলতাফ হোসেন, বরগুনায় দেলোয়ার হোসেন, ভোলায় আবদুল মমিন টুলু, ঝালকাঠিতে সরদার মো. শাহ আলম, পটুয়াখালীতে খান মোশাররফ হোসেন ও পিরোজপুরে মো. শাহ আলম।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় সমর্থন পেয়েছেন ইউসুফ খান পাঠান, জামালপুরে এইচ আর জাহিদ আনোয়ার, শেরপুরে চন্দন কুমার পাল ও নেত্রকোনা জেলায় প্রশান্ত কুমার রায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যাঁরা দলীয় সমর্থন চেয়েছিলেন তাঁদের মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও কয়েক ধাপের জরিপ বিবেচনায় নিয়ে দলের সমর্থন চূড়ান্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের এই সমর্থনের বাইরে কারো বিদ্রোহী হওয়ার সুযোগ নেই। সেই সঙ্গে তিনি আরো জানান, জেলা পরিষদের সদস্যদের সমর্থনের বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্বের হাতে।

আগামী মাসে সারা দেশের ৬১টি জেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451