মিয়ানমারের অবস্থা স্বাভাবিক হলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা থানার নবনির্মিত ভবনের ভিত্তিস্থাপন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সংসদ সদস্য আবদুল মতিন, পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য সুস্পষ্ট। সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন হচ্ছে। সে জন্য তারা বাধ্য হয়ে তাদের মাতৃভূমি, স্বদেশ ভূমি ত্যাগ করে চলে আসছে। তাদের আসার সময় তারা নানা ধরনের বিপদ সংকুল অবস্থা কাটিয়ে আমাদের দেশে কিছু কিছু অনুপ্রবেশ করেছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা অনুপ্রবেশ করেছে তাদের মানবিক সহায়তা আমরা দিচ্ছি। তাদের চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা আমরা করছি। আমরা মনে করছি, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে তিনি বাংলাদেশের ভূমিকা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বর্ডার গার্ডের সঙ্গে আমাদের বর্ডার গার্ডরাও আলাপ করছে। অবস্থার পরিবর্তন হলে অবস্থা যখন স্বাভাবিক হবে তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
নির্বাচনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের ব্যাপারটা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এটি মনিটর করবে। তারা এটি পরিচালনা করবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা যে ধরনের সহযোগিতা চাইবে, যে ধরনের নির্দেশনা দেবে সেই অনুযায়ী কাজ করা হবে।’
বিকেলে আসাদুজ্জামান খাঁন কামাল বড়লেখা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।