ঢাকা: আত্মত্যাগ ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠা্নে
আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, একজন রাজনৈতিক নেতা যদি সততার সঙ্গে কাজ করতে পারে সেই সততাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি।
‘সততার শক্তি দিয়ে যেকোনো দুর্যোগ, যেকোনো দুর্বিপাক মোকাবেলা করা যায়। সততার শক্তি উঁচু গলায় কথা বলার সাহস যোগায়,’ যোগ করেন তিনি।
২০২১ সালে মধ্যম আয়ের, আর ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ লক্ষ্য অর্জন করতে হলে প্রতিটি নেতা-কর্মীকে বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে সততার সঙ্গে সংগঠনকে যেমন গড়ে তুলতে হবে, নিজের জীবনকেও সেভাবে গড়ে তুলতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ব্যক্তি স্বার্থে একজন নিজের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু দেশ ও জনগণের জন্য কিছুই করতে পারে না, পারেনি। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, বাবা-মা সব হারিয়েছি। আমার হারানোর কিছু নেই পাবারও কিছু নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, দারিদ্র্য দূর করা, মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করছে।
বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশ ও জনগণের জন্য কাজ করে।
শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে নানাভাবে অত্যাচার হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আমাদের বিরুদ্ধে বারবার আঘাত এসেছে, সব আঘাত সহ্য করে আমরা এগিয়ে গেছি। হয়ত উপরের নেতারা ভুল করেছেন, তৃণমূল আওয়ামী লীগ নেতারা কখনও ভুল করেননি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অনুপম সেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি একেএম রহমউ উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
সভা সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।