মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ধনেশাহ্পাড়াতে পুকুর খনন করার সময় গতকাল মঙ্গলবার পুকুরখননকারীরা একটি ধাতব (রৌপ্য মুদ্রা) মুদ্রা ভর্তি কলস উদ্ধার করেছে। ওইসব ধাতব মুদ্রা ভাগ করে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুস সামাদের জমিতে গত ক’দিন ধরে শ্রমিকরা নতুন পুকুর খননের কাজ করছিল। খননকৃত ওই পুকুরের মাটি পার্শ্ববর্তী কুমড়িয়া গ্রামের সাইফার রহমানের ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। অন্যান্য দিনের ন্যায় শ্রমিকরা ওই পুকুরের মাটি খনন করতে গেলে জনৈক শ্রমিকের কোদালের কোপে মাটির নিচে থাকা একটি মাটির কলসে আঘাত লেগে এবং তা ভেঙ্গে যায়। এসময় ওই কলস থেকে প্রাচীনকালের আরবি বর্ণ খচিত কিছু মুদ্রা ছিটকে বাইরে পড়লে তা অন্যান্য শ্রমিকদের নজরে পড়ে এবং ওইসব মুদ্রা কুড়াতে থাকে।
সন্ধ্যায় ধাতব মুদ্রা প্রাপ্তির ঘটনাটি এলাকায় ফাঁস হয়ে পড়ে এবং পরেরদিন ঘটনাস্থলে দলে দলে লোকজন ছুঁটে আসতে থাকেন। প্রাপ্ত ধাতব মুদ্রাগুলোর পরিমাণ অন্তত দেড় কেজি। প্রতিটি ধাতব মুদ্রার ওজন অন্তত ১২ গ্রাম। ওই হিসেব অনুযায়ী ওই কলসে ১২০টি ধাতব মুদ্রা ছিল বলে অনেকেই ধারণা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুকুর খননকারী শ্রমিক জানান, কলসে পাওয়া ওইসব টাকা তাদের সর্দার আব্দুল গণির নিকট রক্ষিত রয়েছে।
ইট ভাটা মালিক সাইফার রহমান জানান, আমি ধাতব (রৌপ্য মুদ্রা) মুদ্রা পাওয়ার বিষয়টি শুনেছি। তবে ওই মুদ্রাগুলো নাকি এলাকার লোকজন ভাগ করে নিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান বলেন, মাটির নিচে প্রাপ্ত সম্পদের মালিক হচ্ছে সরকার। এগুলো কোনভাবেই ভাগ করে নেওয়া যাবে না।