ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার ও কোচাল সীমান্তে মিলন মেলা অনুষ্ঠিত
হয়েছে। এই মিলন মেলায় দেশের বিভিন্ন জায়গায় থেকে অসংখ্য
মানুষ ভিড় জমায়। সীমান্তের কাঁটাতার আলাদা করতে পারেনি
মানুষের ভালবাসাকে।
দুই দেশের মানুষের কিছু সময় কথা বলার সুযোগ করে দেয়
বিজিবি ও বিএসএফ। মিলন মেলা উপলক্ষে কঠোর নিরাপত্তায় ছিল
পুরো এলাকা।
সরেজমিনে দেখা গেছে, দুই দেশে বাস করা আত্মীয় স্বজনদের
সাথে একটু দেখা, একটু কথা বলার জন্য নাড়ীর টানে, মায়ার
বন্ধনে দুই দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা লাখো মানুষ।
দেখা, কথা বলা হয় কিন্তু কেউ কাউকে ছুতে পারেনা। তবুও
কাঁটাতার আলাদা করতে পারেনি ভালবাসাকে।
হরিপুরের নীপেন্দ্র নাথ বলেন, বোনের সাথে দেখা করতে
এসেছিলাম। দেখাও হয়েছে। কিন্তু বোনকে আদর করতে পারিনি।
তারপরও অনেক খুশি।
দিনাজপুরের রমনি বালা বলেন, মেয়ে ও জামাই ভারতে থাকে। তাদেরকে
দেখতে মিলন মেলায় হাজির হই। অনেক খোজাখুজি করে তাদের
সাথে দেখা ও কথা হয়।
মেলা কমিটির সভাপতি নগেন কুমার পাল জানান, প্রতি বছর দুই
দেশের মিলন মেলার জন্যই পাথরকালী মেলার আয়োজন করা হয়। মেলা
উপলক্ষে বিজিবি-বিএসএসফ দুই দেশের মানুষদের সাক্ষাতের
সুযোগ করে দেয়।
হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, মেলায় পর্যাপ্ত পরিমাণ
আইনশৃঙ্খলা বাহিনী ছিল। সুষ্ঠুভাবে মেলাটি সম্পন্ন হয়েছে।