মোঃ আশিকুর রহমান(টুটুল) নাটোর প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় গাঁজা সেবনের অপরাধে মিরাজুল (২০) নামের যুবক কে এক
মাসের কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহম্মেদ । স্থানীয়
সূত্রে, গাঁজা সেবনের অপরাধে মিরাজুল ইসলাম(২০) কে সকাল ১০ ঘটিকায় পুলিশ
গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহম্মেদের আদালতে হাজির করলে ।
আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পেরন করেন । মিরাজুল উপজেলার
দয়ারামপুর মিশ্রীপাড়া গ্রামের ফজলু রহমানে ছেলে ।