ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার রুহিতপুর ইউনিয়নের কোরাহাটি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন মনতাজুল ইসলাম ও সবুজ। ওই দুজন কেরানীগঞ্জের একটি সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শফিউর রহমান জানান, সম্প্রতি কেরানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতিতে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই ডাকাতদের ধরার চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত থেকে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ‘ডাকাত সর্দার’ মনতাজুল ও তাঁর সদস্যদের ধরতে অভিযান চালানো হয়। ভোররাতে রুহিতপুর এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। ওই সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে ডাকাত সর্দার মনতাজুল ও তাঁর সহযোগী সবুজ গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এসপি আরো জানান, নিহত দুই ব্যক্তির লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।