মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর থেকে :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউপির বেদেরগাড়ী গ্রামে
ভালা জামা মিষ্টি আর টাকা প্রলোভন দেখিয়ে এক শিশু(১৩) কে ধর্ষন
করেঁেছ মোশারফ হোসেন ওরফে মুসা (৫২)গত মঙ্গলবার রাতে বেদের
গাড়ী গ্রামে এঘটনা ঘটে বলে জানা যায়। শিশুটি বলে আমাদের
প্রতিবেশী মোশারফ হোসেন মুসা আমাকে ৫০ টাকা আর ভাল জামা
কিনে দেবে বলে আমার মুখে গামছা দিয়ে বেধে পাশের আমা বাগানে
নিয়ে জোরপূর্বক ধর্ষন করেছে। প্রতিবেশী আয়ূব আলী নুরজাহান
বেগম সহ প্রতিবেশীরা ঘটনার সত্যতা স্বীকার করে বলে মুসার কঠিন
শাস্তি হওয়া উচিৎ। যাতে করে আর কেউ অসহায় গরীব মেয়েদেরকে
এধরণের কাজ যেন না করতে পারে । মহেশপুর থানার এস আই বজলুর রহমান
জানান ধর্ষিতা মেয়ের মা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা
দায়ের করেছে যার নং -১২ তারিখ ০৭.১২.১৬ ইং ।ধারা ২০০০ সালের নারী ও
শিশু নির্যাতন আইনের সংশোধনী ২০০৩(৯) ১। অবশেষে বৃহস্পতিবার
সকালে ধর্ষক কে মহেশপুর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে
প্রেরণ করেছে।