রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্নসাধারন সম্পাদক
জাকির হোসেন পাটোয়ারী মামা ও ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী
ইউনুছ আলী শেখের বাবা আব্দুল মতিন শেখ (৭৫) বুধবার রাত ৮টায়
বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালি– –
রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,১বোন,২ছেলে,৪মেয়েসহ বহু
গুণগ্রাহী রেখে যান।বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভাটরা
ইউপির বাউরখাড়া গ্রামের নিজ বাড়ি শেখ বাড়িতে জানাজা শেষে
পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।