বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলের ফাইনালে শুক্রবার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সোয়া ৬টায়।
এ ম্যাচে রাজশাহীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় ঢাকা। আসরের প্রথম দু’টি শিরোপা ঘরে তুললেও গেলো আসরে শিরোপা জিততে পারেনি তারা। তাই এবার তৃতীয় শিরোপা জিততেই মাঠে নামবে ঢাকা। দলে রয়েছে সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, লুইসের মতো ম্যাচ উইনার তারকা। তাই শিরোপা ঘরে তুলেই নিজেদের আধিপত্যের পরিচয় তুলে ধরতে চায় দলটি।
অন্যদিকে, প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি রাজশাহী কিংসের সামনে। দরুণ ফর্মে রয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামি। রানে ফিরেছেন সাব্বির রহমান। আর বল হাতে ভালো ফর্মে রয়েছেন কেসরিক উইলিয়ামস। সবমিলিয়ে ব্যাটে-বলে হলে শিরোপা জিতবে তারা- এমনটিই ভাবছেন অনেকে ।
আবার অনেকে বলছেন, প্রথম পর্বের দু’দলের দু’লড়াইয়ে রাজশাহীর বিপক্ষে একবারো জিততে পারেনি ঢাকা। তাই ফাইনালে এটাও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ‘সেলফি সেলিব্রেসন টিম’খ্যাত রাজশাহী কিংসকে।