সিংড়ায় খাস জমি দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতিসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। শনিবার দুপুরে
উপজেলার চলনবিলের ৩নং ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া এ সংঘর্ষের
ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া
গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ কর্মী জনৈক মিন্টু মিয়া তার বাড়ির
পাশের প্রায় এক বিঘা আয়তনের একটি সরকারী জমি গত প্রায় ৩০ বছর
ধরে ভোগ দখল করে আসছিল। শনিবার দুপুরের দিকে ইটালী ইউনিয়নের ৮ নং
ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক দলবল নিয়ে ওই জমি জবর দখল
করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় উভয় পক্ষই ধারালো
অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে নার্গিস বেগম (৪০) নামে এক নারী,
আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক (৫৫) ও মিন্টু মিয়াসহ ৮ জন আহত হয়।
আহত অন্যরা হলো মকবুল হোসেন (৬৫),নাইম (২৫),আক্কাস আলী
(৪৪),আব্দুস সাত্তার ও মাসুদ আলী (৩৫)।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, মিন্টু ও আব্দুর রাজ্জাক চাচাতো ভাই। খাস জমি নিয়ে বিরোধে
এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোন পক্ষই এবিষয়ে থানায় অভিযোগ
করেনি।