সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে ট্রাকের ধাক্কায় পৃষ্ট হয়ে
এক শিশু কন্যাসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। ঘটনাটি ঘটেছে শনিবার
(২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো
তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের আবুল হোসেন শেখের ছেলে ইসরাফিল শেখ (২৮) ও কলিয়া গ্রামের
জিল্লুর রহমানের শিশু কন্যা জুই খাতুন (৭)। এ সময় আহত হয়েছে জুই এর মা স্বপ্না বেগম (২৫) এবং
ভ্যান চালক উপজেলার কলিয়া গ্রামের আলাউদ্দীনের পুত্র মোঃ নুর ইসলাম (৩০) ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২ টার দিকে ইসরাফিল ও জুইসহ কয়েকজন ইঞ্জিনভ্যানযোগে সাতক্ষীরার
দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা
একটি মিনি ট্রাক (যার নং ঢাকা মেট্রো-ড- ১১-৩৩১১) ওই ইঞ্জিনভ্যানে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনভ্যানে
থাকা যাত্রী ইসরাফিল শেখ ও জুই ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ দুইজন।
পাটকেলঘাটা থানার ওসি মোঃ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলেই দু’জনের
মৃত্যু হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মিনি ট্রাকটি জব্দ করেছে।
তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।