ঢাকা: গত দুই সপ্তাহ জিম করে আর রানিংয়ে কাটিয়ে দিলেও আইপিএলের চোট নিয়ে ফেরা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান অবশেষে নেটে ফিরেছেন। প্রায় দুই সপ্তাহ পর আজ প্রথম নেটে বোলিং করলেন মুস্তাফিজ।
আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছিলেন মুস্তাফিজ। কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় গত ০৯ জুন থেকে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটাতে পুনর্বাসনে থাকা বাঁহাতি এই পেসার বৃহস্পতিবার (২৩ জুন) নেটে বোলিং করেছেন।
বৃহস্পতিবার সকালে মিরপুরে একাডেমির নেটে বোলিং করেন মুস্তাফিজ। প্রায় ছয় ওভারের মতো বল করেন তিনি।
আইপিএলের আসরে মুস্তাফিজ তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এবং অ্যাঙ্কেলের নিচের দিকে ইনজুরিতে ভোগেন। আজ নেটে বোলিং শুরু করলেও একদিন করে বিরতি দিয়ে এই অনুশীলন চালিয়ে যাবেন মুস্তাফিজ।
ইনজুরির কারণে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে যেতে পারছেন না মুস্তাফিজ।