মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর ব্যুরো প্রধান ॥
দেশে এই প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার ১৪ নং ওয়ার্ডে জেলা পরিষদ নির্বাচনের বুধবার
সকাল ৯.০০ ঘটিকা থেকে ওয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবাদ ও
সুষ্ট ভাবে ভোট গ্রহণ শরু হয়েছে । বেলা ২ঘটিকা পর্যন্ত চলবে ভোট
গ্রহণ । নাটোর জেলা পরিষদ নির্বাচনকে ঘীরে প্রতিটি ভোটকেন্দ্র
পুলিশ, ব্যাটলিয়ন আনসার ও আনসার ভিডিপির সদস্য ও কেন্দ্রের বাইরে
স্ট্রাইকিং ফোর্স থাকছে বিজিবি ও র্যাব। প্রতিটি উপজেলায় বিজিবির
২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছে। উপজেলার
(ওয়ালিয়া,কদিমচিলান,দয়ারামপুর,চংধুপইল )১৪ নং ওয়ার্ডের জেলা পরিষদের
সদস্য পদে আওয়ামীলীগ মননিত প্রার্থী আব্দুল্লাহেল সাফি (টুকু) ও
আওয়ামীলীগ বিদ্রহী প্রার্থী রফিকুল ইসলাম বাসার নির্বাচনে
অংশগ্রহণ করছেন ।