মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:
সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিপুল উত্সাহ আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে ১৫টি সাধারণ সদস্য পদের মধ্যে ১৪টি সদস্য পদে এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য পদের মধ্যে ৪টি সদস্য পদ জেলা পরিষদের জন্য এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, ২ নং ওয়ার্ডে সদস্য পদে মোঃ আকবর আলী এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে সুফিয়া নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে- নুরে আলম খন্দকার, ৩নং ওয়ার্ডে- এডভোকেট রবিউল ইসলাম রবি, ৪নং ওয়ার্ডে- ফয়সল হাবিব সুমন, ৫নং ওয়ার্ডে- মোস্তফা হোসেন আলম, ৬নং ওয়ার্ডে- মোঃ নুর ইসলাম, ৭নং ওয়ার্ডে- শফিকুল ইসলাম মণ্ডল, ৮নং ওয়ার্ডে- আবু হান্নান মোঃ সাদেক ছোটন, ৯নং ওয়ার্ডে- মোস্তাফিজুর রহমান ফিজার, ১০নং ওয়ার্ডে- সফিকুল রায়হান, ১১নং ওয়ার্ডে নুরুজ্জামান মন্ডল, ১২নং ওয়ার্ডে-একরামুল হক, ১৩নং ওয়ার্ডে-শাহজাহান আলী মন্ডল, ১৪নং ওয়ার্ডে মোঃ কামরুজ্জামান এবং ১৫নং ওয়ার্ডে এডভোকেট মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
আরো জানা যায়, এদিকে সংরক্ষিত মহিলা সদস্যের ২নং ওয়ার্ডে-মীরা মাহবুব, ৩নং ওয়ার্ডে-তাজমেরী সেলিনা আক্তার মেরী, ৪নং ওয়ার্ডে-লতিফা বেগম এবং ৫নং ওয়ার্ডে রেবেকা সুলতানা নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের আগের রাতে ঘোড়াঘাটে দৃর্বৃত্তদের হামলায় শাহনাজ বেগম নামে এক মহিলা সদস্য প্রার্থী গুরুতর আহত হয়েছেন, বলে জানা যায়।
যিনি নির্বাচনের ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের (৫নং সংরক্ষিত আসন) সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ছিলেন।