একসাথে জন্ম নেওয়া শিশুগুলোর মধ্যে ২টি ছেলে এবং ২টি মেয়ে শিশু। এনআইসিইউ এর ইনচার্জ ডা. রুম্পা মনি চৌধুরী জানিয়েছেন, “এ ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানে বিরল হলেও, তুলনামূলক কম জটিলতা নিয়ে শিশুগুলো জন্মগ্রহণ করেছে। প্রথম এবং তৃতীয় শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার মত সুস্থ রয়েছে। তবে দ্বিতীয় এবং চতুর্থ শিশুকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে।”
শারীরিক কোন জটিলতা নিয়ে শিশুগুলো জন্মগ্রহণ করেছে কি না, এর উত্তরে এ চিকিৎসক জানান, “এখন পর্যন্ত কোন শারীরিক ক্রটি ধরা পড়েনি। তবে বাচ্চাগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে।”
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব আলী জানান শিশুদের মায়ের নাম মুক্তা এবং পিতা প্রবাসী। চলতি মাসের ১৪ তারিখ তাকে গ্রীণ লাইফ হাসপাতালে করা হয়।