মোঃ আশিকুর রহমান(টুটুল),জেলা প্রতিনিধি,নাটোর :
হৃদরোগে আক্তান্ত সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুমকে ব্যাঙ্গালোর নারায়না
হৃদালয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম দীর্ঘদিন থেকে হৃদরোগে
ভূগছিলেন। তিনি রোববার ভারতে গিয়েছেন। তাকে বুধবার হৃদরোগ
বিশেজ্ঞ ডাক্তার দেবি প্রসাদ শেঠীর নিজস্ব ভারতের ব্যাঙ্গালোর প্রদেশের
নারায়না হৃদালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মাসুমের
সঙ্গে থাকা তার বড় ভাই গোলাম তোফাজ্জল কবীর মিলন টেলিফোনে জানান,
ডাক্তার দেবি শেঠীর পরামর্শ অনুয়ায়ী পরীক্ষা নিরীক্ষা চলছে। সাংবাদিক
মাসুম রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার
সদস্য, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক
নয়াদিগন্ত পত্রিকার বাগাতিপাড়া উপজেলা সংবাদদাতা, মাসুম এফএনএস
সংবাদ সংস্থা, দৈনিক নতুন প্রভাত, উত্তর কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
এছাড়া তিনি তকিনগর আইড়িয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের গনিত
বিভাগের প্রভাষক। মাসুম আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকরপাড়া
মহল্লার আজিজুল হকের মেজো ছেলে। তার বর্তমান বয়স ৩৭ বছর। তার
পরিবারের পক্ষ থেকে দেশবাশির কাছে দোয়া কামনা করেন। বৃহস্পতিবার
বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও প্রেস ক্লাবের পক্ষ থেকে
মাসুমের রোগমুক্তি কামনা করা হয়েছে।