বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবারো শতভাগ পাশ
করেছে। গত ২০১৫ সালের পরীক্ষাও শতভাগ পাশ করায় উপজেলাটি প্রাথমিক শিক্ষায়
জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ৫৬টি
সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৭টি কিন্ডার গার্টেন থেকে মোট ২হাজার ২২৭
জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে
৩৩১ জন। এদিকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬টি প্রতিষ্ঠান থেকে ১৩৬ জন
পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। অপরদিকে জেএসসি পরীক্ষায় বাগাতিপাড়া
উপজেলায় মোট ৫২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন
করে ২হাজার ৬৭২ জন পাশ করেছে। পাশের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ৫
পেয়েছে ৩২৭ জন। এর মধ্যে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ১৫০ জন
পরীক্ষা দিয়ে শতভাগ করেছে এবং ১১৯ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে।
আর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। সেখানে ১৪৯ জন
পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ৩২ জন।