বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সম্মানের লড়াইয়ে মুকুটের জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৪৪৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ২৮শে ডিসেম্বর বুধবার জেলা পরিষদ নির্বাচন

সম্মানের লড়াইয়ে জয়ী হয়েছেন মুকুট। সকল অপক্ষোর অবসান

করে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার পেয়েছেন

আ,লীগের বিদ্রোহী প্রার্থী সুনামগঞ্জ জেলা আ,লীগের সাবেক

সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট। তার প্রাপ্ত ভোট ৭৯৩তার

নিকটতম প্রতিদন্ধী আ,লীগের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিষ্টার

এনামুল কবির ইমনের প্রাপ্ত ভোট ৪১৬। নুরুল হুদা মুকুট ৩৭৭

ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৮শে ডিসেম্বর বুধবার

টপ-অব দ্যা টাউন ছিল সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। আর

জেলা ও উপজেলার এক ঝাঁক ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার

সাংবাদিকগন ছিলেন এই আলোচিত নির্বাচনের সকল তথ্য তুলে

ধরতে। জেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকায় সকাল

৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ১৫টি ভোট কেন্দ্রের ৩০টি

কক্ষে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই সুষ্ট,সুন্দর ও শান্তির্পূন

ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী

প্রতিদন্ধীতা করলেও ভোটারদের মাঝে সাধারন সদস্য ও স্বতন্ত্র

চেয়ারম্যান প্রার্থীদের প্রতি তেমন কোন আকর্ষন না থাকলেও

বিশেষ করে চেয়ারম্যান পদে সুনামগঞ্জের হেভিওয়েট প্রার্থী

সুনামগঞ্জ জেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক ও

এফবিসিসিআইয়ের পরিচালক নুরুল হুদা মুকুট অন্য দিকে জেলা

আ,লীগের সাধারন সম্পাদক ও আ,লীগের মনোনীত প্রার্থী

ব্যারিষ্টার এনামুল কবির ইমন দু-জনের মধ্য থেকে কাকে রেখে কাকে

ভোট দেবেন এই ভাবনায় ভোটাররা আর তাদের জয়-পরাজয় নিয়ে

উৎবেগ আর উৎকণ্ঠার মধ্যে ছিল জেলাবাসী। বেলা ভাড়ার সাথে

সাথেই সবার মাঝে উৎবেগ আর উৎকণ্ঠা ভাড়তে থাকে। কারন জেলা

আ,লীগের সাবেক ও বর্তমান সাধারন সম্পাদক নির্বাচনে

প্রতিদন্ধীতা করায় এই নির্বাচন এখন সম্মান রক্ষার লড়াই হয়ে

দাড়িয়েছে। এই লড়াই দলীয় নেতাদের মাঝে ছড়িয়ে এর প্রভাব

তৃনমূল পর্যন্ত বিস্তার করেছিল। এর ফলে আ,লীগ সমর্থিত

জনপ্রতিধিরা দু ভাগে বিভক্ত ছিল। নির্বাচনে বিএনপি ভোট

বেশি আর বিএনপির ও জামায়াত সমর্থিত কোন প্রার্থী

নির্বাচনে প্রতিদন্ধীতা না করায় বিএনপির ও জামায়াত

সমর্থিত জনপ্রতিনিধিরা তাদের মূল্য ভোট সুক্ষ হিসাব

নিকাশ করে দিবেন এই ভাবনায় অস্তির ছিল হেভিওয়েট এই দু

প্রার্থী ও তাদের সমর্থকরা। তাই জেলা জুড়েই আলোচনা-

সমালোচনা আর সবার মুখে একটাই কথা কে হচ্ছে সুনামগঞ্জের

জেলা পরিষদ চেয়ারম্যান মুকুট না ইমন। দুপুর দু-টার পর পরেই

বিভিন্ন কেন্দ্র থেকে খবর আসতে শুরু করে আর উৎসুক

জেলাবাসী মুকুটের বিজয়ের খবর আসতে শুরু করলে তা শুনে আনন্দ

উল্লাস করতে থাকে মুকুট সমর্থীত নেতাকর্মীরা। জেলা

নির্বাচন কমিশন কায্যালয়ে থেকে সর্ব শেষ খবরে নুরুল হুদা

মুকুটের বিজয় নিশ্চিত হলে আনন্দে ভাসঁতে থাকে জেলা

আ,লীগের নেতাকর্মী,সমর্থক ও উপজেলা থেকে জেলা সদরে আসা

নেতাকর্মীরা। মিছিলে মিছিলে সরগম হয়ে উঠে জেলা সদর।

তাহিরপুর উপজেলা মিষ্টি বিতরন করেন উপজেলা আ,লীগের কৃষি

বিষয়ক সম্পাদক খেলু মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের

নেতৃবৃন্ধ সহ জেলার বিভিন্ন উপজেলায় মুকুট সমর্থিত

আ,লীগের নেতাকর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরন করে আনন্দ উল্লাস

করে। পরে ফুলের মালা দিয়ে জেলা সদরে এসে বিজয়ের শুভেচ্ছা জানান

প্রিয় নেতা কে। নির্বাচন কায্যালয় সুত্রে জানাযায়,জেলার ১১টি

উপজেলার ১৫টি ভোট কেন্দ্রে ১২১৫ভোটার। ভোটের গড় হার শতকরা

৯৯.০৫ভাগ। মহিলা ভোটার ২৮৫জন,পুরুষ ভোটার ৯৩০জন। এর মধ্যে

তাহিরপুর উপজেলায় ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র তাহিরপুর বালিকা

উচ্চ বিদ্যালয় ভোট পেয়েছেন মুকুট-৫১,ইমন- ৩০। মধ্যনগড় ২নং

ওয়ার্ডের ভোট কেন্দ্র মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় মুকুট-

৬৮,ইমন-১২। ধর্মপাশা ৩নং ওয়ার্ডের কেন্দ্র ধর্মপাশা উপজেলার

জনতা উচ্চ বিদ্যালয় মুকুট-৫৭,ইমন- ০৯। ৪নং ওয়ার্ডের কেন্দ্র

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মুকুট-৫০,ইমন- ১৮। ৫নং ওয়ার্ডের

কেন্দ্র বিশ্বম্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মুকুট-৮৭,ইমন-২৭,

সুনামগঞ্জ সদর ৬নং ওয়ার্ডের কেন্দ্র সরকারী জুবলী উচ্চ বিদ্যালয়

মুকুট-৭৬,ইমন- ১৭। ৭নং ওয়ার্ডের কেন্দ্র দক্ষিন সুনামগঞ্জ

উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় মুকুট-৩৯,ইমন- ২৮। দিরাই ৮নং

ওয়ার্ডের কেন্দ্র দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় মুকুট-৫২,ইমন-৪৩।

শাল্লায় ৯নং ওয়ার্ডের কেন্দ্র শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল

উচ্চ বিদ্যালয় মুকুট-৭২,ইমন- ২২। জগন্নাথপুর ১০নং ওয়ার্ডের

কেন্দ্র জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয় মুকুট-

৩৪,ইমন-৩২। ১১নং ওয়ার্ডের কেন্দ্র সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া

আলীম মাদ্রসা মুকুট-৪১,ইমন-৪৮। দোয়ারাবাজার ১২নং ওয়ার্ডের

কেন্দ্র দোয়ারাবাজার উপজেলার প্রগতি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়

মুকুট-২২,ইমন- ৪৪। ১৩নং ওয়ার্ডের কেন্দ্র দোয়ারা বাজার মডেল

উচ্চ বিদ্যালয় মুকুট-৪৯,ইমন- ২৯। ছাতক ১৪নং ওয়ার্ডের কেন্দ্র

ছাতক উপজেলা পরিষদ মিলনায়তন-মুকুট- ৪৬,ইমন-৩২। ১৫নং

ওয়ার্ডের কেন্দ্র ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি

কলেজ-মুকুট-৪৯,ইমন- ৩২।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451