সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের তাড়াশে একটি ইসলামী জালসায় প্রধান অতিথী করা নিয়ে
আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে বৃদ্ধসহ ৫ জন আহত
হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর
গ্রামের জামে মসজিদের বার্ষিক জালসা কে কেন্দ্র করে এ ঘটনা
ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের জয়ধর আলী (৭৬) ও তার দু ছেলে আব্দুল
খালেক (৩৫) আব্দুল খলিল (৪০) গুরুতর হয়েছেন তাদের অবস্থা
আশংকাজনক । পাশা পাশি অপর অপর গ্রুপের একই গ্রামের মৃত
ইমান আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও মৃত মহির উদ্দিনের ছেলে
সাহেব আলী (৫৫) আহতহন।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ জানান,
শ্রীকৃষ্ণপুর মসজিদের বাৎসরিক জালসায় একপক্ষ উপজেলা
চেয়ারম্যান আব্দুল হক ও অপর পক্ষ স্থানীয় সংসদ সদস্য আমজাদ
হোসেন মিলনকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। এ নিয়ে
উভয়পক্ষের বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে উভয়
পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বৃদ্ধসহ দু’পক্ষের
৫ জন আহত হয়। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্স ভর্তি
করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান
তিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান,
ওই গ্রামে জালসায় অতিথি করা নিয়ে এমপি গ্রুপ ও উপজেলা
চেয়ারম্যান গ্রুপের মধ্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরে পুলিশ
ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।