প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর সামাজিক বন বিভাগে চরকাই রেঞ্জের নবাবগঞ্জের হরিপুর বিটের
আড়াই হাজার আকাশমনি গাছের চারা গত রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে
কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বন বিভাগের হরিপুর বিটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা
নিশিকান্ত মালাকার বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে অংশীদারিত্বের ভিত্তিতে বিটের
হরিপুর মৌজায় উডলট প্রথম পর্বে আড়াই একর জমিতে লাগানো আড়াই
হাজার আকাশমনি গাছের চারা সৃজন করা হয়। কিন্তু হরিপুর বুড়ি মন্ডব
গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে আবু হানিফ, আবু হানিফের ছেলে
আলমগীর, রবিউল ইসলাম, মিশা আলীসহ প্রায় ৩০জনের একটি সংঘবদ্ধ
দুস্কৃতিকারি দল রবিবার দিবাগত রাতে বাগানের দুই ফুট উচ্চতার আকাশমনি
গাছের চারাগুলো কেটে ফেলেছে। ওই ব্যক্তিরা দীর্ঘদিন থেকে বনের জমি দখলের
নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ওই বনের উপকারভোগী ও স্থানীয়রা বলেন, ওই ব্যক্তিরা দীর্ঘদিন থেকে বনের
জমি দখলের জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। বাগানটি ধ্বংস করে
আবাদি জমিতে পরিণত করে চাষাবাদের জন্যই তারা বনের গাছগুলো কেটে ফেলেছে।
বন বিভাগের চরকাই রেঞ্জের রেঞ্জার মো. মনিরুজ্জামান বলেন. বনের গাছের
চারা কেটে ফেলার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ গ্রহণের জন্য বিট কর্মকর্তা নিশি কান্ত
মালাকারকে নির্দেশ দেয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বন বিভাগ
থেকে মামলা দায়ের করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বন উন্নয়ন কমিটির সভাপতি
মো. বজলুর রশীধ বলেন, বনের গাছের চারা কর্তনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে
কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।