নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০১৬ -এর ধারা ১৯-এর ১৩ নম্বর উপধারার আলোকে বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’
বিবরণীতে বলা হয়, যদি কেউ ওই নির্দেশ ভঙ্গ করে তবে ওই চ্যানেলের ডিস্ট্রিবিশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত কয়েক মাস ধরে বেসরকারি টেলিভিশন মালিক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মিডিয়া ইউনিটি এবং শিল্পী-কলাকুশলীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন।