নাটোর ব্যুরো অফিস ঃ
শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিবাড়ি গ্রামের এক
মেহগনী বাগান থেকে আমেনা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। নিহত আমেনা কালিবাড়ি গ্রামের মৃত নায়েবুল্লার স্ত্রী। এঘটনায়
নিহতের ছেলে ইচাহক আলী ও পুত্র বধূ রেনু বেগম কে আটক করেছে
বড়াইগ্রাম থানার পুলিশ। এব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ
(ওসি) শাহারিয়া খান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে কালিবাড়ি
গ্রামের বৃদ্ধা আমেনাকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। তাকে খুজার জন্য
এলাকায় মাইকিং করা হয়। পরে শুক্রবার সকালে নিহতের নিজ বাড়ির পাশে এক
মেহগনী বাগানের মধ্যে টিন দিয়ে ঢেকে রাখা অবস্থায় বৃদ্ধার মৃত দেহটি
দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়
এবং প্রাথমিক ময়না তদন্তে নিহত আমেনার মাথায় আঘাতের চিহ্ন এবং
নাখ-মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায় ।পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের
জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণ
করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে ।