আমেরিকার ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারী সন্দেহে আটক ব্যক্তি ইরাকে মার্কিন ব্যাটালিয়নের সদস্য ছিলেন। গেলো বছর কর্তব্যে অবহেলার অভিযোগে চাকরি হারান তিনি। জানারলেন ফ্লোরিডার আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে লডারডেল বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাস এলাকায় হামলা চালায় বন্দুকধারী। এতে ৫ জন নিহত হন। আহত অন্তত ৮। এ ঘটনায় সন্দেহভাজন একজনকেই আটক করা হয়।
আটক সন্দেহভাজনের নাম ইস্তেবান সান্তিয়াগো। জন্ম নিউজার্সিতে। দু’বছর বয়সে তিনি পুয়ের্তোরিকোতে স্থানান্তরিত হন। ২০০৭ সাল থেকে তিনি পুয়ের্তোরিকোর ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন।
তবে সান্তিয়াগো মানসিক সমস্যায় ছিলেন জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তিয়াগো বিমানবন্দরের বাথরুমে যান। সেখান থেকে বেরিয়েই হামলা শুরু করেন। তার কাছে দু’টি বন্দুক ছিল জানা গেছে। সান্তিয়াগো একাই এ হামলা চালিছেন ধারণা করছে পুলিশ।