আত্মসমর্পণ না করলে দস্যুদের ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে। বললেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।
শনিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় সুন্দরবনের দস্যু নোয়া বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেনজির বলেন, তোমাদের পালিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হয় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। নইলে ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে।
বেনজির আহমেদ বলেন, যারা অন্যায়ের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তাদের সব রকম সহযোগিতা করা হবে। আর যারা সুস্থ সুন্দর পথে ফিরে আসবেন না, তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
শনিবার সকালে কুয়াকাটায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন নোয়া বাহিনীর প্রধান বাকী বিল্লাহসহ বাহিনীর ১২ সদস্য। এসময় জলদস্যুরা মন্ত্রীর কাছে ২৫ অস্ত্র ও হাজারের বেশি গুলি জমা দেন।