ক্রীড়া প্রতিবেদকঃ
গত বছর জুলাইতে সাসেক্সের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কাঁধে বাড়তি তরল জমে যাওয়ায় দীর্ঘ ক্যারিয়ারের কথা চিন্তা করেই অস্ত্রোপচার করাতে হয়েছিল তখন তাঁকে। এর পর দীর্ঘ প্রায় ছয় মাস পুনর্বাসনে ছিলেন এই বাঁ-হাতি পেসার। চোট থেকে সেরা ওঠার পর তাঁকে নেওয়া হয় নিউজিল্যান্ড সিরিজের দলে। খেলেছেনও কয়েকটি ম্যাচ।
বাংলাদেশ টিম ম্যানেজমন্টেও মুস্তাফিজের ব্যাপারে খুবই সতর্ক। তাঁকে টানা ম্যাচ খেলানো হচ্ছে না। ওয়ানডে সিরিজের মাঝখানে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অবশ্য প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। নতুন খবর হচ্ছে, তৃতীয় টি-টোয়েন্টিতে কাটার-মাস্টার নিজেই নাকি খেলতে চাচ্ছেন না।
বাংলাদেশ টিম ম্যানেজেমন্টের একটি সূত্রে জানা গেছে, মুস্তাফিজের পিঠে নাকি হালকা ব্যথা করছে। অবশ্য এই ব্যথা ম্যাচ না খেলার মতো নয়। পেস বোলারদের এমন ব্যথা নাকি হয়েই থাকে।
অবশ্য জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করছেন না মুস্তাফিজের বড় কোনো সমস্যা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি মুস্তাফিজের বড় কোনো সমস্যা হয়নি। তা ছাড়া এমন কোনো সমস্যা হয়নি যা নিয়ে আলোচনা করা যায়। যে টুকু সমস্যার কথা শোনা যাচ্ছে, সেটা একজন পেস বোলারের হয়েই থাকে।’
আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে খেলানো হবে কি না- এই প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘টেস্ট সিরিজের জন্য ভালোভাবেই ফিট হতেই হয়তো আগামীকালের ম্যাচে মুস্তাফিজকে নাও খেলানো হতে পারে। আসলে সেটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে খেলানো হবে কি হবে না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম টেস্ট হবে ১২-১৬ জানুয়ারি, ওয়েলিংটনে। আর ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ২০-২৪ জানুয়ারি। তাঁর আগে আগামীকাল রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।