মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান:
আজ রোবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির (৭.৮.৯)নং
ওয়ার্ডে সামাজিক দায়বদ্ধতার আওতায় আই এফ আই সি ব্যাংক এর
উদ্যোগে ১ হাজার জন শীতার্ত, হতদরিদ্র, দু:স্থ ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল
বিতরণ কারা হয়েছে। নাটোর জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা
সংসদ এর সহযোগিতায় নান্দরায়পুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গেনে ৮নং
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিট কমান্ড, নাটোর জেলা ইউনিট
কমান্ড বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকার। বিশেষ অতিথি হিসেবে
ছিলেন ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান(মাষ্টার), লালপুর থানা
আওয়ামীলীগের যুবও ক্রীড়া বিষয়াক সম্পাদক মোস্তাফিজুল আলম, ৭নং
ওয়ার্ড সদস্য হারুনর রশিদ, ৬নং ওয়ার্ড সদস্য হুমায়ন কবির হুমা, ওয়ালিয়া
ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়াক সম্পাদক জালাল উদ্দিন
সরদার, ওয়ালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ আহম্মেদ,
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।