রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে এক তরুণের (১৮) বস্তাবন্দি লাশ উদ্ধার করছে পুলিশ।
আজ রোববার বেলা ১১টায় মোহাম্মদপুর ঢাকা মেট্রো হাউজিংয়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নর্দমায় লাশ দেখে লোকজন থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা ওই তরুণকে হত্যা করে লাশটি নর্দমায় ফেলে রাখে। লাশে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তরুণের পরনে ছিল জিন্স প্যান্ট। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।