নাটোর ব্যুরো অফিস,
“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এই স্লোগান নিয়ে বাংলাদেশের
অর্থনৈতিক ও সামাজিক অর্জনসমূহ প্রচারের লক্ষ্যে নাটোরে লালপুর উপজেলায় (৯
জানুয়ারী) সোমবার থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে ‘উন্নয়ন ও ডিজিটাল’ মেলা-
২০১৭। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোবিবার বিকেলে উপজেলা
নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রেস অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলাম উক্ত মেলার বিষয়ে বিস্তারিত উল্লেখ করে বলেন, এই প্রথম
বারের মতো প্রতিটি উপজেলা পর্যায়ে উন্নয়ন ও ডিজিটাল মেলা-২০১৭ আয়োজন
করেছে । লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া
হয়েছে। মেলার উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল ৯ ঘটিকায় উপজেলা চত্বর থেকে একটি
বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নর্থ বেঙ্গল সুগার মিলস
মাঠে গিয়ে শেষ হবে । র্যালী শেষে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ
সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করবেন। মেলায়
প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উদ্যোগগুলো, প্রামান্য
চিত্র, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, অডিও-ভিজুয়াল
প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় সরকারী বেসরকারী
সংস্থা ও ইউনিয়ন পরিষদসমূহ অংশগ্রহণ করছেন । এসময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের
প্রতিনিধি ও পদ্মাপ্রবাহ পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আমার সংবাদের
লালপুর প্রতিনিধি ও সাপ্তাহিক পদ্মাপ্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার আশিকুর
রহমান(টুটুল)ও ফটোসাংবাদিক বাবর আলীপ্রমুখ ।