মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা ডিগ্রী কলেজকে জাতীয়করন এবং ১ম দিনের হরতালের মিছিলে স্থানীয়দের উপর হামলা বন্ধ, কলেজ জাতীয়করণ ও গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তির দাবিতে খানসামা ছাত্র সংগ্রাম পরিষদ সোমবার (৯ই জানুয়ারী) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।
এর আগে গত রবিবার (৮ই জানুয়ারী) রাতে খানসামা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান রিয়াদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২য় দফায় এ হরতালের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে- হরতাল চলাকালীন খানসামায় সোমবার (৯ই জানুয়ারী) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব দোকানপাট, অফিস-আদালত, গাড়ি বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৪ই ডিসেম্বর) প্রধানমন্ত্রী ৩য় দফায় দেশের ৯টি ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। এতে খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের নাম তালিকায় উঠে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজটি জাতীয়করণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ করে এই কলেজটির নাম বাদ দিয়ে পাকেরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় এলাকাবাসী আন্দোলনে নামে।
কাঙ্খিত দাবি পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) থেকে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল। এর আগে তারা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি অনুযায়ী রবিবার (৮ই জানুয়ারী) আধাবেলা হরতাল ডাকে আন্দোলনকারীরা। ওই হরতালে দফায় দফায় স্থানীয় ও পুলিশের সংঘর্ষে বাঁধে।
এতে পুলিশ সহ ২০ জন এলাকাবাসী আহত হয়। সেই সঙ্গে এ ঘটনায় ১৫ জনকে আটক করেছ পুলিশ। স্থানীয়দের উপর পুলিশী হামলা বন্ধ, কলেজ জাতীয়করণ ও গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তির দাবিতে সোমবার (৯ই জানুয়ারী) অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়।