মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান॥
সোমবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে
তিনদিন ব্যাপি ‘উন্নয়ন ও ডিজিটাল’ মেলা শুরু হয়েছে। নাটোর -১ আসনের
সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে মেলার উদ্বোধন করেন। এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক
বর্ণাঢ্য র্যালী বের হয় ।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা
সভায় বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.
আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, নর্থ বেঙ্গল সুগার
মিলের ব্যাবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজ, লালপুর উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানার
ওসি আবু ওবায়েদ প্রমুখ মেলায় সরকারী বেসরকারী দপ্তরের মোট ৪৪টি স্টল স্থান
পেয়েছে ।