প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদ গেটে তালা দেয়ায় গতকাল সোমবার দু’ঘন্টা
রাস্তায় লেখাপাড়া করেছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক
গণশিক্ষার শিশু শিক্ষার্থীরা। এতে ফুলবাড়ি-বড়পুকুরিয়া কয়লাখনির গ্রামীণ
রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাটি ঘটেছে, উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের চক কড়েয়া
(কড়াইপাড়া) গ্রামে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
শিশু শিক্ষার্থী বাদল ইসলাম (১৪), আব্দুল্লাহ (১১), ইমরান (১০), আয়শা (৬) ও
শান্তা (৮) বলে, গ্রামের মসজিদে লেখাপড়া শেখানে হবে বলে গত বৃহস্পতিবার (৫
জানুয়ারি) থেকে প্রতিদিন সকাল ৭টায় মসজিদে এসে মসজিদ গেটে তালা
লাগানো থাকায় লেখাপড়া করতে না পেরে বাড়ি ফিরতে হয়েছে। গতকাল সোমবারও
একই অবস্থায় পড়ায় তারা মসজিদ সংলগ্ন রাস্তায় মাদুর ও চট বিছিয়ে পড়াশুনা
অভিভাবক কামরুজ্জামান, মোশাররফ হোসেন ও মিজানুর রহমান বলেন,
গ্রামের মসজিদের মোতোয়াল্লী আব্দুর রহমান নিজ খেয়ালখুশি মতো মসজিদ
গেটের তালা খোলা ও বন্ধ করে রাখায় সব ক্ষেত্রেই জটিলতা সৃষ্টি হচ্ছে। শিশুদের
মসজিদে লেখাপড়া করতে না দেয়ার জন্যই মোতোয়াল্লী গেটে তালা দিয়ে
রাখছেন। গত চারদিন থেকে শিশুরা ঠান্ডায় সকালে মসজিদে এসেও লেখাপাড়া
করতে পারেনি।
সামিউল ইসলাম, রাশেদ সরকার, আব্দুর রাজ্জাক ও মনিরুল ইসলাম বলেন, বলেন,
মোতোয়াল্লী আব্দুর রহমান গ্রামের মসজিদকে নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত
করে রেখেছেন। শিশুদের লেখাপড়া করতে না দেয়ার জন্যই মসজিদ গেটে তালা ঝুলিয়ে
দিচ্ছেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন বাদল বলেন, মোতোয়াল্লী
কর্তৃক মসজিদে শিশুদের লেখাপড়া করতে না দেয়ার কারণে রাস্তায় বসে লেখাপড়া
করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মোতোয়াল্লীকে ডেকে মসজিদ গেটের
তালা খুলে দেয়া হয়েছে। মোতোয়াল্লীর স্বেচ্ছাচারিতায় গ্রামের অধিকাংশ
মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেছেন। যার কারণে যেকোন সময় গ্রামের একটি বড় ধরণের
অঘটন ঘটতে পারে।
মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক মোজাফ্ধসঢ়;ফর হোসেন বলেন,
মোতোয়াল্লী আব্দুর রহমান প্রথম থেকেই মসজিদে শিশুদের লেখাপড়ার বিষয়ে
বিরোধিতা করছেন। এ কারণে গত চারদিন থেকে শিশুরা লেখাপড়া করতে না পারলেও
গতকাল সোমবার রাস্তায় বসেই লেখাপড়া করেছে।
ওই সমজিদের মোতোয়াল্লী আব্দুর রহমান বলেন, শিশুদের লেখাপড়া করতে দিলে
মসজিদ নোংরা করবে এ কারণে মসজিদ গেটে তালা লাগিয়ে রাখা হচ্ছে। তবে
মসজিদের পার্শ্বে শিশুদের লেখাপড়া করার জন্য পরামর্শ দিয়েছেন। গ্রামের তার
প্রতিপক্ষ লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ীর সুপারভাইজার সামসুদ্দোহা মুঠোফোনে
বলেন, মসজিদ গেটে তালা দিয়ে শিশুদের লেখাপড়া করতে দেয়া হচ্ছে না এমন ঘটনা
তার জানা নেই। তবে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জেনে প্রয়োজনীয়
পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, বিষয়টি তার জানা
নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।