সোহাগ হাফিজ ,বরগুনা প্রতিনিধি ঃ বরগুনায় শুরু হয়েছে তিনদিন ব্যাপি উন্নয়ন
মেলা। দুপুর ২ টায় সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্ভোধন
করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার ৯ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
থেকে জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের নেতৃত্বে বরগুনা-১ আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বরগুনা সার্কিট হাউজ উন্নয়ন মেলা মাঠে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন
অংশগ্রহন করেন।
মেলায় জেলার পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ১৫৪ টি স্টলে উন্নয়ন
কর্মকান্ড তুলে ধরা হবে। মেলা চলবে আগামী ১১ জানুয়ারী পর্যন্ত।