চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের জেলারচুনারুঘাট উপজেলার পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে
নিয়ে গত ০৩/০১/২০১৭ তারিখে সকাল ১০টায় শিক্ষার্থীদের
জোরপূর্বক আটকিয়ে ষড়যন্ত্রমূলক মিছিল মিটিং করায়
বিষয়টি তদন্ত করে এর ইন্দনদাতাদের খুজতে ০৮/০১/২০১৭ রবিবার
পুলিশ প্রশাসন সেখানে গেলে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
শিক্ষার্থীদের জোর পূর্বক আটকিয়ে ও অভিভাবকগণকে ভুল
বুঝিয়ে ঐরূপ মিটিং করা হয়েছে মর্মে অনেকেই তদন্তে
দায়িত্বরত কর্মকর্তাকে জানান। এরপরই দুস্কৃতিকারীরা
বিষয়টিকে ধামাচাপা ও ভিন্নখাতে প্রবাহিত করার নিমিত্তে
নানামুখী অপতৎপরতা শুরু করেছে। তবে তারা যত তৎপরতাই চালাক
দুস্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং ভবিষ্যতে
প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্র না করতে পারে এরূপ ব্যবস্থা
প্রশাসন গ্রহণ করবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, গত ০৫/০১/২০১৭ তারিখে উক্ত বিদ্যালয়ের
এস.এম.সি’র সভাপতি ও পি.টি.এ কমিটির সভাপতির যৌথ
স্বাক্ষরে চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী
অফিসার ও ওসি বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন
দাখিল করেন।