মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের গাড়ী বহরে হামলার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর ও স্ব-দলীয় নেতাকর্মীরা। সোমবার রাতে তার কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় জিরোপয়েন্ট মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আব্দুল ওয়াহেদ বাহাদুর, শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জোনাব আলী, প্রজন্মলীগ নেতা মশিউর রহমান হিট্টু প্রমুখ। জানা গেছে সোমবার তার গ্রামের বাড়ী জলঢাকা থেকে ঢাকা যাওয়ার পথে গাইবান্ধা জেলার পলাশবাড়ী নামক এলাকায় তার গাড়ীতে দুস্কুতকারীরা হামলা করে।