কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া হক
অপহরণের ১১ দিন পর বুধবার রাতে তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব
ইনভেন্সটিগেশন (পিবিআই) এর একটি দল। পিবিআই’র অতিরিক্ত পুলিশ
সুপার আনোয়ার হোসেন মিয়ার নেতৃত্বে এসআই মোজাম্মেল
হোসেন, জাকারিয়া, ফিরোজ, এএসআই রফিকুল ইসলাম, শাহজালাল,
কনস্টেবল নুরুল আমিন, সাইদুর রহমান এই উদ্ধার অভিযান চালায়।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাট-লক্ষ্মীপুর
সংলগ্ন এলাকার ডাঃ রশিদের বাড়ি থেকে বুধবার রাতে উদ্ধার করা হয়। উলেখ্য,
গত ১ জানুয়ারি গাইবান্ধা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স
প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া হক কলেজ যাওয়ার পথে অপহরণ হয়। সুমাইয়া হক
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের মো. শামসুল
হকের মেয়ে। ইতোপূর্বে অপহৃত এই কলেজ ছাত্রীকে উদ্ধারের দাবিতে কলেজে
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের একাধিক কর্মসূচী
পালিত হয়।