বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কিছু ব্যর্থতা থাকলেও ক্ষমতার তিন বছরে সরকারের সফলতার পাল্লাই ভারি।
তিন বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ এর পর তিন বছরে শেখ হাসিনা সরকার যা করেছে উন্নয়নে অর্জনে, গত ২৬ বছরেও অন্য সরকার সমন্নিতভাবেও এটুকু করতে পারেনি।’
‘‘ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি’’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘গত তিন বছরে যারা তিন মিনিটের জন্যও রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা এখন রূপকথার রাজ্যে রঙ্গিন খোয়াব দেখে।’
এ ধরণের ‘খোয়াবে লাভ হবে না’ বলে বিএনপিকে সতর্ক করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ সময় উপস্থিত ছিলেন।